চোখের পাতায় মনের খাতায়
গল্প, ছড়া, কাব্য গাঁথায়
নামটি তোমার বিদ্যমান;
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
দেশ-মাটি-মা’র অঙ্গজুড়ে
সর্বলোকের অন্তঃপুরে
বিরাজ তোমার গুণগান;
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
মাঠে ফলায় বঙ্গচাষি
সোনালি ধান রাশিরাশি
পেয়ে তোমার অবদান ;
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
লাল-সবুজের বৃত্ত মাঝে
তোমার স্মৃতির নৃত্য বাজে
কভুও তা হবে না ম্লান!
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
তর্জুনিকে উঁচু করে
দূর্গ গড়ে ঘরে ঘরে
উড়িয়েছো স্বাধীন নিশান!
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।