সব জাগাতেই মামা-খালু
স্বজন প্রীতির গাদা-
ভাদু সেখের কাজ মেলে না
পেঁচিয়ে আসে ধাঁধাঁ।
করিম মরে অনাহারে
উকু মাথার চুল
পারের আশায় ভব সাগরের
ভেঙেই গেছে কূল!
জীবন শুধু নষ্ট হবে
শুক্না রুটির তরে
এ কোন্ স্বর্গ, রাজ্যরে ভাই
ভরছে অনাচারে?
অনাচারে কথা ধারে
সর্বস্ব বিকাই
তবু যে তার এক চিলতে
নেইকো আশার ঠাঁই।