গোলাঘরের চালে ঝুলে আছে
ভিন্ন দেশের এক বাদুড়,
ঐ বাদুড়টাকে তাড়িয়ে দিতে, বসেছে বৈঠকে
তিন ঘরের – তেত্রিশটি ইঁদুর।
কেটে খেয়ে সব করছে সাবাড়
এই নিয়ে চলছে হট্টগোল,
বাদুড়টা এসেছে, কী না কী – খবর ছড়াতে
যত্তসব করে দিতে গণ্ডগোল!
ইঁদুরগুলো তাই একজোট হয়ে
কাটবে ঘরের সব খুঁটি,
বাদুড়কে তাড়াতে এমনি – ইঁদুরের কৌশল
ধর্ম কর্মেরও দিতে পারে ছুটি।