ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল (১৬ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে তাকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দল মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার রাতে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, চিকন আলী এখন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দলের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এখনো চিকন আলীকে আটক কিংবা গ্রেফতার দেখানো হয়নি বলে জানান এই ডিবি কর্মকর্তা।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, চিকন আলীর বিরুদ্ধে অশ্লীল ভিডিও বানানোর অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনিও অনুতপ্ত। আমরা জানার চেষ্টা করছি, এসবের সঙ্গে আর কারা কারা জড়িত।
চিকন আলীর স্ত্রী খুশির দাবি, গতকাল (১৬ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে বনশ্রীর বাসা থেকে তার স্বামীকে ডিবির কয়েকজন নিয়ে যান। আর তাকে ডিবির পক্ষ থেকে সে সময় বলা হয়, চিকন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে।