মেহেরপুরের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠণ অরণি থিয়েটারের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে সংগঠণটি মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে আয়োজন করেছিল জমকালো অনুষ্ঠান মালার।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অরণি থিয়েটারের কচি কাচা শিশু শিল্পীদের আবৃতি, গান, নাচ আর অভিনয়ে মুগ্ধ করে অতিথিদের।
তাদের সাথে যুক্ত হন দেশ বরণ্য কথা সাহিত্যিক বাংলা একাডেমির শিশু সাহিত্যে পুরুস্কারপ্রাপ্ত রফিকুর রশীদ, এনটিভি সুপর শিলন রানার্স আপ, জেলার গর্ব কন্ঠ শিল্পী সুমনা রহমান, এনটিভি প্রচারিত রিয়েলিটি শো হাসো’র চ্যাম্পিয়ন শফিউল আযম রবিন, ও সুপার সিকে্্র বিজয়ী মেহেরপুরের মেয়ে রিয়াসহ জেলার বরণ্যে ব্যক্তিবর্গ।
সন্ধ্যা ৭ টার সময় এই ঐতিহ্যবাহী সংগঠণ অরণি থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে শহীদ মিনারের বেদীতে ৩০ টি মোমবাতি প্রজ্বলন করেন সংগঠণের ক্ষুদে শিল্পীবৃন্দ।
সামসুজ্জোহা পার্কের মুক্তমঞ্চে শুরু হয় অনুষ্ঠানের মুল পর্ব। ক্ষুদে বাচিক শিল্পী ফাবিহা রহমান মাহি’র সভাপতিত্বে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠান মালায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের আরেক বাচিক শিল্পী ফাবিয়া রহমান মায়িশা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাধারণ সম্পাদক আতিক স্বপন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাংনী উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল হক মন্টু, জাগো মেহেরপুরের পরিচালক সোয়েব রহমান, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আবুল হাসনাত দিপু, মেহেরপুর সুযোর্দয় আবৃত্তি সংসদের সভাপতি নুর আলম প্রমুখ। অনুষ্ঠানে নাচ, গান, আবুত্তি, নাটক মঞ্চস্থ করেন অরণি থিয়েটারের শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের দিক নির্দেশনায় ছিলেন অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের। এদিকে অরণি থিয়েটারের ত্রিশ বছর পূর্তি কে স্বাগত জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান জাগো মেহেরপুরের সভাপতি সোয়েব রহমান।