জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, যারা কখনোই এদেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। তারা ৭৫—এর ১৫ আগস্টের পর এ দেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। তারা বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি অর্থনৈতিক ,সামাজিক—রাজনৈতিকসহ সব ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।
রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় মৎস সপ্তাহ—২০২১ পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক প্রমুখ।
এসময় সদর উপজেলার বিভিন্ন মৎস চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কামদেবপুর মরাগাঙে মাছের পোনা ও ভৈরব নদের পাশ দিয়ে গাছের চারা রোপন করা হয়।