অ্যান্ড্রয়েড অটো অ্যাপে কুলওয়াক নামের নতুন ইউজার ইন্টারফেসসহ (ইউআই) একাধিক সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এসব সুবিধা চালুর ফলে গাড়ি চালানোর সময় একই পর্দায় পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি গান বা ভিডিও প্লেয়ারের ছবি দেখা যাবে। ফলে গান বা ভিডিও পরিবর্তন করার সময়ও পথের গন্তব্য ভালোভাবে দেখা যাবে।
নতুন ইউজার ইন্টারফেসসহ অ্যান্ড্রয়েড অটোর পরীক্ষামূলক সংস্করণটি এরই মধ্যে বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন ইউজার ইন্টারফেসের পাশাপাশি এ সংস্করণে ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’-এর মাধ্যমে পথচলার সময় বিভিন্ন পরামর্শও পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড অটোর নতুন ইন্টারফেস দেখতে অনেকটা অ্যাপলের কারপ্লের মতো। কারণ, অ্যাপের বেশির ভাগ জায়গাজুড়ে রয়েছে পথের দিকনির্দেশনা। প্রায় এক–চতুর্থাংশ জায়গা জুড়ে রয়েছে মিউজিক অ্যাপ। বাকি অংশে যোগাযোগের বিভিন্ন অ্যাপ রয়েছে। যোগাযোগের অ্যাপ চালু না করলে পথের দিকনির্দেশনা প্রায় পুরো পর্দায় দেখা যায়।
অ্যান্ড্রয়েড অটোর সাহায্যে অ্যান্ড্রয়েড ফোন থেকেই গাড়িতে গান শোনার পাশাপাশি পথের দিকনির্দেশনা দেখা যায়। তাই অনেকেই নিয়মিত অ্যাপটি ব্যবহার করেন। নতুন ইন্টারফেস যুক্ত অ্যাপটি উন্মুক্ত হলে চালকেরা বর্তমানের তুলনায় আরও নিরাপদে গাড়ি চালাতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া