গুগল কদিন ধরেই অনির্ভরযোগ্য সূত্রের অ্যাপ ব্যবহারের বিষয়ে সতর্ক করে আসছে। সম্প্রতি এসেট নামক একটি প্রতিষ্ঠান জানিয়েছে, অ্যান্ড্রয়েড কিছু অ্যাপ এসপিওনাজের ভূমিকা পালন করছে। এসব সফটওয়ার মূলত রিমোট এক্সেস ট্রোজান বা র্যাট ইনস্টল করে ফেলে ব্যবহারকারীর অজ্ঞাতে।
ভাজরাস্পাই নামক নতুন এই ম্যালওয়ার অ্যান্ড্রয়েড ফোনের অনেক স্পর্শকাতর ডাটা সংগ্রহ করতে পারে। ম্যালওয়ারটি হোয়াটস অ্যাপের ভেতরের অনেক গুরুতর তথ্যও সংগ্রহ করে হ্যাকারদের কাছে পৌছে দিতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মূলত অ্যান্ড্রয়েডের গুগল প্লেস্টোর থেকেই এসব অ্যাপ ব্যবহারকারীরা ডাউনলোড করছে। স্মার্টফোনে রোমান্স স্ক্যাম চালিয়ে ব্যবহারকারীদের চ্যাট অ্যাপ্লিকেশন নামাতে উৎসাহিত করা হয়। এসেট জানিয়েছে পাকিস্তানে এই ম্যালওয়ার বেশি ভুক্তভোগী বাড়িয়েছে। এক্ষেত্রে ব্যবহারকারীর সতর্কতা বাড়ানোর বিকল্প নেই।
সূত্র: মিরর