আবারও বাদ সঞ্জয় মাঞ্জরেকার, তবে কোনও ম্যাচ থেকে নয়, আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে এই সাবেক ক্রিকেটারকে ছেঁটে ফেলা হয়েছিল আগেই। এবারও তার অন্যথা হয়নি। গত মার্চ মাস থেকে মাঞ্জরেকারের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিতর্কের সূত্রপাত।
মুম্বাইবাসী এই ক্রিকেটার ধারাভাষ্য দেওয়ার সময় অযাচিতভাবে খেলোয়াড়দের ‘ছোট’ করেন। তিনি একই কায়দায় সমালোচনা করেছিলেন রবিন্দর জাদেজাকেও। সেটি ভালভাবে নেয়নি বিসিসিআই। এমনকি সতীর্থ ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকেও ভৎর্সনা করেছিলেন সঞ্জয়। সেই কারণেই গত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সময় তাকে প্যানেলের বাইরে রাখা হয়।
এবার আইপিএলেও তাকে যে ক্ষমা করা হয়নি, তাকে বাদ দেওয়ায় আরও একবার পরিষ্কার হল। আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। খেলাগুলি হবে দুবাই, আবুধাবি ও শারজা।
মোট সাতজনের একটি প্যানেল করা হয়েছে, সেই তালিকায় রয়েছেন সুনীল গাভাসকার, লক্ষ্মণ শিবরামকৃষ্ণান, মুরলী কার্তিক, দীপ দাশগুপ্ত, রোহন গাভাসকার, হর্ষ ভোগলে ও নারী দলের সাবেক সদস্য অঞ্জুম চোপড়া।
সূত্র- বিডি-প্রতিদিন