বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর চেয়ারম্যান একেএম শোয়েব বলেছেন, শিক্ষার্থীদের কথা বলার জড়তা দূর করে সুন্দর উচ্চারণ ও বাচনভঙ্গির মাধ্যমে যুক্তিবোধ সম্পন্ন চৌকস ও আত্মবিশ্বাসী মানুষ গঠনে বিতর্ক অপরিসীম ভূমিকা পালন করে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই তরুণ প্রজন্ম পারবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এনডিএফ বিডি সেই কাজ দেড় যুগ ধরে করে যাচ্ছে। বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আর এই বৃহৎ কাজটি করার ফলে আমরা একটি বিশাল পরিবার গড়ে তুলতে সক্ষম হয়েছি। শুধু বিতর্ক প্রতিযোগিতায় নয়, এসব কার্যক্রমের মাধ্যমে তরুণ ও আমরা যুবসমাজের মনকে সজীব, সতেজ ও আনন্দময় করার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।
গতকাল বিকেলে শহরের খেয়া রেস্তোরাঁয় এনডিএফ বিডি এর কুষ্টিয়া জোন’ আয়োজিত মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশের মেধাবী,বুদ্ধি ভিত্তিক, আলোকিত, সুদক্ষ নাগরিক হিসেবে দেশপ্রেমী প্রজন্ম বিনির্মাণে তাদের জীবনকে বাজি রেখে যুক্তির পথ পরিক্রমায় বাংলাদেশে বিতর্ক আন্দোলনকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কুষ্টিয়ার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা মেধাবী বিতার্কিকদের খুঁজে বের করতে শীঘ্রই প্রতিযোগীতার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
এনডিএফ বিডির মডারেটর নাদিরা খানমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এনডিএফ বিডির কেন্দ্রীয় কমিটির পরিচালক এসএম জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিতার্কিক কামরুল হোসেন রোহিত, কুষ্টিয়া মেডিকেল কলেজের বিতার্কিক মির্জা আলভি, বিতার্কিক রেদুয়ানুল ইসলাম, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশ দেশের অন্যতম বৃহত্তম বিতর্ক সমিতি ও বিতর্ক প্রতিযোগিতা সংগঠন। এটি জাতীয় বিতর্ক উৎসব, চিকিৎসা বিতর্ক উৎসব, বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার এবং বিতর্ক স্কুল, কুইজ প্রতিযোগিতা এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করে থাকে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি করা এবং মূল্য ভিত্তিক মানব সম্পদের বিকাশের সুবিধার্থে জেলা পর্যায়, বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা।