মুজিবনগরের আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
গতকাল মঙ্গলবার বিকালে আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, পাবলিক প্রসিকিউটর এ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাসানুজ্জামান মালেক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।