মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে মহড়ার আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া এবং উদ্ধারের উপায় এ মহড়ায় দেখানো হয়।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুল বারী মহড়ার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিএডি শরিফুল ইসলাম, স্টেশন অফিসার শেখ জাহিদুল ইসলাম ,ইন্সট্রাক্টর প্রকৌশলী সামিউল কবির প্রমুখ।
পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শিল্পকলা একাডেমী থেকে জেলা প্রশাসকের কার্যাালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন ।