আমি সংগ্রাম নয় শান্তি চাই
দুমুঠো আহারের জন্য লড়তে চাই।
আমি নতুন চেতনায় সবাইকে জাগ্রত করতে চাই
আমরা করুনা নয় মাথা উঁচু করে বাঁচতে চাই।
আমি আমার জন্য চাই না কিছুই
জনগণের জন্য লড়তে চাই
আমি তাদের জন্য লড়তে চাই।
যারা দুমুঠো খাবারের জন্য পথে পথে ঘুরে বেড়ায়
আমি তাদের জন্য লড়তে চাই
যারা চিকিৎসার অভাবে মারা যায়।
আমি তাদের জন্য লড়তে চাই
যারা দিনের পর দিন রাস্তায় না খেয়ে ঘুমায়।
আমি সেই পথ শিশুদের জন্য লড়তে চাই
যারা শিক্ষার অভাবে অশিক্ষিত হয়।
আমি তাদের জন্য লড়তে চাই
যাঁদের কোন নিজের ঠিকানা নাই
আমি প্রতিটা পথ শিশুর মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই।
আমি সরকারের কাছে আবেদন জানাই।
যেন প্রতিটা পথ শিশুর মৌলিক অধিকার ফিরিয়ে দেয়।