সামাজিক বৈঠক চলাকালিন সময়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট নজরুল ইসলামকে (৫২) পিটিয়ে আহত করেছেন বিএনপি কর্মীরা।
আহত নজরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের গন্ধরাজপুরপাড়া এলাকার রেজাউল শেখের ছেলে।
গত শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আমঝুপি গ্রামের গন্ধরাজপুর পাড়াতে এ মারপিটের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদুল আযহাকে কেন্দ্র করে আমঝুপি গ্রামে সামাজিক বৈঠক চলছিল। বৈঠক শেষে নজরুল ইসলাম বাড়িতে ফিরছিলেন। এসময় মৃত আব্দুস সাত্তারের ছেলে হজরত আলী, পঞ্চু শেখের ছেলে মিরাজুল, তাহাজ উদ্দীন ফরাজির ছেলে ফারদুল, আবুল কায়েরের ছেলে সাখাওয়াত ও নগু’র ছেলে জহুরুল ইসলামসহ তাদের লোকজন নজরুল ইসলামকে বেধড়ক মারপিট করে।তাদের লাথি কিল ঘুঁষিতে আহত হন নজরুল ।
স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আহত নজরুল ইসলামকে আজ দুপুরে হাসপাতালে দেখতে যান আমঝুপি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দীন আহমেদ চুন্নু, ইউপি সদস্য আবুল কাশেম , আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দীন, আনিছুর রহমানসহ অনেকেই।
এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন আহতের পরিবার।