দর্শনায় অভিভাবক দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
তিনি বক্তব্যে বলেন, অভিভাবকের দায়িত্ব হচ্ছে সন্তানদের মাঝে আত্মসম্মানবোধ জাগ্রত করা। কারণ আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ কখনও কোন অন্যায় করে না। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উদ্বৃতি দিয়ে বলেন, মানুষই পৃথিবীর একমাত্র প্রাণী যে কিনা জন্ম হতে মৃত্যু পর্যন্ত শুনতে হয় মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু অন্য প্রাণীকে সে প্রাণী হওয়ার কথা বলা হয় না। তিনি আরও বলেন, আমাদের সন্তানরা যেন একা একা বেড়ে না উঠে। তারা যেন মানুষের সংস্পর্শ পেয়ে বেড়ে উঠে। তাহলেই তার বিবেক জাগ্রত হবে এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের অধ্যক্ষ হাতিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহিদুল আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সদস্য জাহাঙ্গীর আলম, খালেকুজ্জামান মধু, দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক খবির উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সোলায়মান হক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুন শাহ, দর্শনা পৌর কৃষকলীগের আহব্বায়ক ও পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর মনির সর্দার প্রমুখ।