ছোট থেকেই আমি বড় তার কাছে
আমার চেয়ে দামি, তার আর কে আছে।
আমার হাসিতেই তার হাসি খুশি,
আমায় নিয়ে তার মনে, স্বপ্ন রাশি রাশি।
দৌড়ে ফাটিলো ললাট আমার উপল-ঘায়
এই দেখে মামার তো আর হুশ নাই,
পুরো নিশি মাথার পাশে, বসে শুধু কাঁদন
‘ইশ্বর’ যেনো ছিন্ন না হয় এই মায়ার বাঁধন।
আমার মামার চরন তলেই, হোক না আমার ঠাই
মামার মতো একটি মামা, এই জগতে নাই।
মেপ্র/আরজেএম