আমি কল্পনা করতে ভালবাসি,
তাই কল্পনাপ্রিয় মানুষ আমি।
আমি নিরব হয়ে লিখতে ভালবাসি ,
তাই নিরব আমি।
আমি চাঁদটাকে দেখতে ভীষণ ভালবাসি
তার চার পাশে আকাশ জুড়ে তারার মেলা গুলো মেঘের সাথে
আড়াল হয়ে উকি ঝুঁকি লুকোচুরি খেলতে ভীষণ ভালো লাগা কাজ করে।
আমি দু’হাত মেলে রাতের আধারে মিষ্টি বাতাস স্পর্শ করতে ভালবাসি,
তখন মনে হয় যদি আমি পাখি হতাম তাহলে উড়ে যেতাম ,
ডানা মেলে বাতাসের সাথে বন্ধুত্ব করতে।
আমি গান গাইতে ভালবাসি ,
মৌমাছির মতো গুন গুন করে।
আমি স্বপ্ন দেখি,
ঠিক আমার মতো করে।