আমি এক শান্তির পুজারি,
পাতা ঝরা দুঃখ গুলো মুছে,
দিবি তোরা আমি এক শান্তির পূজারি।
তোর তো কোন কিছু অজানা নয় প্রকৃতি
তবে আর তোর কাছে কি গুটিয়ে রাখবো,
হয় তো মুক্তি দে চির তরে,
নয় তো খুব শক্ত অদৃশ্য বাধনে বেধে দে!
যা আমার আমিকে পূর্ন্য করে।
যদি ইচ্ছে টা আামার অধিকতম
মনে করিস তবে তোর কোলে
মাথা রেখে ঘুমোতে দিস আমার প্রকৃতি মা,
তোর স্নিগ্ধতার পরশটুকু আমার ব্যাকুল মনের
যে প্রশান্তির জায়গা জুরে দিবে,
আমি তাতেই সস্তির শেষ
নিঃস্বাস টুকু নিতে চাই মা।
তুই জানিস মা তোর সন্তান
কতটা শান্তি প্রিয়সী
তোর বুকে মাথা রেখে
সে টুকু অনুভব করতে চাই মা।
জমকালো এই রং এর মহলে
আমি বড্ড বেমানান,
ওদের ওই সার্থপরতা চরম লেলিহান
আমার কাছে দূরবীসহ বাকরুদধহীন জীবন্ত মৃত্যু যন্ত্রনার সমান।
এ শহরের অলিগলি গুলোতে চরম নিষ্ঠু
বরবর চিত্তের প্রকাশ ঘটে।
আমাকে ওদের মাঝে যেতে দিস না রে মা
আমি তোর ছোট খুকি হয়ে তোর
কোলে ঘুমোতে চাই,
এক শান্তির ঘুম।