আমি বাংলাকে দেখি দুচোখ ভরে
অনুভব করি হৃদয়ের গভীর থেকে,
অপূর্ব বাংলার রুপ বৈচিত্র্য
যা সমস্ত সৌন্দর্য কে হার মানায়।
উত্তর-দক্ষিন, পূর্ব-পশ্চিম-
যে দিকে তাকাই আমি মুগ্ধ হয়,
পড়ন্ত বিকেলে নদীর ঘাটে বসে
পাখির কলকাকলিতে আমি মুগ্ধ।
বাঙ্গালির ইতিহাস জেনে কে না হবে মুগ্ধ?
সাহসিকতার সাথে মোকাবেলা করেছে বাঙ্গালি
ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ।
এই দেশেতে জন্ম নিয়ে আমি
বড় হয়েছি আমার মায়ের কোলে
তাই তো আমি মুগ্ধ বার বার।