আর্জেন্টিনার ম্যাচ বাতিল করলো চীন

আর্জেন্টিনার ম্যাচ বাতিল করলো চীন

আগামী মাসে চীনে আফ্রিকান দল নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে সেই দুই ম্যাচের একটি ম্যাচ বাতিল করে দিয়েছে চীন।

আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রথম প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল চীনের হ্যাংজুতে। কিন্তু এই ম্যাচ আয়োজন করতে দিতে রাজি নয় হ্যাংজু কর্তৃপক্ষ। হ্যাংজু কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে কর্তৃপক্ষের মতে প্রীতি ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ যথাযথ নয়। যে কারণে আমরা ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’

ঘটনার শুরু ইন্টার মায়ামির হংকং সফরকে কেন্দ্র করে। চোটের জন্য হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি মেসি। কিন্তু এর দিন তিনেক পরই জাপানে ভিসেল কোবের বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। আর এটাই ভালোভাবে নেয়নি হংকং সরকার।

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে দেখতে মোটা অঙ্কের অর্থ খরচ করে টিকেট কিনেছিলেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা। নাইজেরিয়ার ম্যাচের সঙ্গে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ নিয়েও রয়েছে শঙ্কা। আইভরি কোস্টের ম্যাচ নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি চীন।

সূত্র: খবর রয়টার্স