রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচকে ঘিরে জমে উঠেছে উত্তেজনা। প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
আজ স্প্যানিশ জায়ান্টরা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লড়াইয়ে নামবে ইংলিশ ক্লাবটির বিরুদ্ধে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ভিন্ন আবহ তৈরি করতে চায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই এ বিষয়ে উয়েফাকে জানিয়েছে দলটা। উয়েফাও তাদের আবদার মেনে নিয়েছে।
কী সে আবদার? সান্তিয়াগো বার্নাবেউতে অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করতে ছাদ বন্ধ রাখার বিশেষ অনুরোধ জানিয়েছিল রিয়াল। উয়েফা তারই অনুমোদন দিয়েছে।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, ছাদ বন্ধ রাখলে স্টেডিয়ামের শব্দ প্রতিধ্বনি আরও তীব্র হয়, যা খেলার পরিবেশকে রোমাঞ্চকর করে তোলে। তিনি বলেন, ‘শব্দগতভাবে থেকে এটা আলাদা, আরও বেশি আওয়াজ হয়, পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়। এটা খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগাতে পারে।’
গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একইভাবে ছাদ বন্ধ রেখে খেলেছিল মাদ্রিদ। সেই ম্যাচে দেরিতে দু’টি গোল করে জয় তুলে নেয় তারা। সেই অভিজ্ঞতার কথাই এবার মনে করিয়ে দিচ্ছেন আনচেলত্তি।
শুধু কি তাই? পরিস্থিতিটা যেন আর্সেনালের নাভিশ্বাস তুলে ছাড়ে, এমন পরিবেশ সৃষ্টি করতে আজ মাঠে ১৬ বছরের কম শিশু, আর ৪০ বছরের বেশি বয়স্কদের আসতে নিরুৎসাহিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। সব মিলিয়ে আর্সেনালের বিপক্ষে আরও একটা কামব্যাকের গল্প লিখতে খেলার আগেই যা যা করা দরকার, তার সবকিছুই করছে রিয়াল।
তবে আশঙ্কাও আছে। এই মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে চারটি ম্যাচ হেরেছে রিয়াল মাদ্রিদ, সর্বশেষ পরাজয় ছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে।
রিয়ালের এই বিশেষ সুবিধা আর্সেনালের সামনে বাড়তি চ্যালেঞ্জ হতে পারে। মিকেল আর্তেতার দল অবশ্য আত্মবিশ্বাসী। তবে মাদ্রিদের এমন পরিবেশে তাদের পারফর্ম করাটাই এখন বড় পরীক্ষা।
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ধরে রাখার স্বপ্ন এখনও বাঁচিয়ে রাখতে হলে মাদ্রিদকে ঘুরে দাঁড়াতেই হবে, আর সেই স্বপ্নপূরণে বার্নাব্যুর ‘বন্ধ ছাদ’ এবার হতে পারে বড় সহায়ক শক্তি।
সূত্র: যুগান্তর