আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গণত্রাণ কমিটির ২০০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় সংবর্ধনা উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয় বর্নাঢ্য র্যালির মাধ্যমে।
র্যালি পান্না কমিউনিটি সেন্টার থেকে শুরু করে স্বাধীনতা স্তম্ভ হয়ে পুনরায় পান্না কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। বেলা ১২ টায় স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বর্ণনা, স্বেচ্ছাসেবার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা সহ নানান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এই পর্য়ায়ে বক্তব্য রাখেন ইমাম আকরাম হোসেন, শায়খ ইমদাদুল হক সহ প্রমূখ।
মধ্যহ্ন ভোজের পর আলমডাঙ্গা গনত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক শেখ শাফায়েতুল ইসলাম হিরোর সভাপতিত্বে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।তিনি তার বক্তব্যে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এ কমিটি এলাকার নানাবিধ সামাজিক ও সেবামূলক কাজ চালিয়ে যাবেন বলে আশা করেন এবং তাতে তাঁর পূর্ণ সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের পক্ষে বক্তব্য রাখেন লক্ষীপুরগামী উদ্ধারকারী দল প্রধান মুসাব ও আলমডাঙ্গা স্থানীয় পর্যায়ে কর্মরত স্বেচ্ছাসেবী দলের আবীর আনাম, সমন্বয়ক হাবিবুল করিম চনচল, রহমান মুকুল (সিনিয়র সাংবাদিক), আব্দুল্লাহ আল মামুন (সেক্রেটারি, বণিক সমিতি),জামাত নেতা নুর মোহাম্মদ টিপু, ডা. আব্দুল্লাহ আল মামুন, শরীফুল ইসলাম পিন্টু, ফজলুল হক শামীম (প্রধান শিক্ষক) মীর উজ্জ্বল সহ প্রমূখ।
আলোচনা সভা শেষে সকল স্বেচ্ছাসেবককে এই কাজের স্মৃতি সংরক্ষণে সার্টিফিকেট, এলাকার বিশিষ্ট সন্তানদের নিয়ে হাবিবুল করিম চনচলের লেখা “প্রাইড অব আলমডাঙ্গা” বইয়ের একটি করে কপি ও বিশেষ অবদানের জন্য কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়।
দিনব্যাপী কর্মসূচী শেষাংশে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০০’র অধিক স্বেচ্ছাসেবক তাদের অভিবাবক এবং লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবী সংস্থা ভিবিডি ৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।