আলমডাঙ্গার এনায়েতপুরের রুবেল ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। জানা যায়,চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের এনায়েতপুর পূর্ব পাড়ার সবুর মন্ডলের ছেলে রুবেল হোসেন(২৪) কয়েক বছর আগে ঢাকায় পাড়ি জমায়।
এরই মধ্যে চাকরি শুরু করে আর এফ এল গ্রুপে।
প্রতিদিনের ন্যায় ১৬দিন আগে নিজ বাই সাইকেল যোগে অফিসে যাওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে রুবেল।
চিকিৎসার জন্য রুবেলকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় রুবেল মৃত্য বরন করেন। ইন্নালিল্লাহে —– রাজেউন।
২০ মার্চ শুক্রবার রুবেলের মরদেহ নিজ গ্রাম এনায়েতপুরে নিয়ে গ্রাম্য কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়েছে পারিবারিক সুত্রে জানা গেছে।রুবেলের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এনায়েতপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।