আলমডাঙ্গার তিয়রবিলা ক্যাম্প পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে আটক করেছে। রবিবার (১২ ফেব্রুয়ারি ) সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজলোর তিয়রবিলা কুটিপাড়ার কলাবাগান থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ ৩ হাজার ২২০ টাকাসহ জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আকটরা হলেন- সুজন (২৬), আনোয়ার (৪৫), দুলু (৪৫), হাসিবুল (২৬) । তাদের বাড়ি উপজেলা খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামে।
জুয়া আইনে মামলা দায়েরর পর সোমবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খাসকররা ইউনিয়নের তিয়রবিলা এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়ার বোর্ড থেকে ৪ জুয়াড়িকে আটক করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হবে।