আলমডাঙ্গার ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ খাসবাগুন্দা গ্রাম থেকে ২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে। বুধবার বিকেল ৫টার দিকে খাসবাগুন্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামে দীর্ঘদিন ধরে রাশিদুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী চোলাই মদ বিক্রয় করে আসছেন। বিভিন্ন সময় আলমডাঙ্গা থানা ও ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করলেও মাদক ব্যবসায়ী রাশিদুল ধরা ছোয়ার বাহিরে থাকে।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘোলদাড়ি ফাঁড়ির আইসি উপপরিদর্শক এস আই সিদ্ধার্থ কুমার মন্ডলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় খাসবাগুন্দা গ্রামের শামছুল হকের লাউ ক্ষেতের মধ্য থেকে মাদক ব্যবসায়ী মৃত লুৎফর রহমানের ছেলে রাশিদুল হোসেন, সরোজগঞ্জ এলাকার সাইদুল ইসলামের ছেলে ইখতিয়ার, আবু সালামের ছেলে আব্দুর রহিমকে আটক করে। আটকের সময় তাদের নিকট থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
আটকৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।