আলমডাঙ্গার চিৎলা গ্রামে মাদক বিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে বড় গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ চিৎলা গ্রামে অভিযান পরিচালনা ইয়াবা ব্যবসায়ীকে আটক করে । আটকৃত ইয়াবা ব্যবসায়ী চিৎলা গ্রামের মৃত আফসার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৪৩)।
পুলিশ সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে সাইফুল ইসলাম। দীর্ঘদিন পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে রমরমা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার বড়গাংনী তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির উদ্দিন, এএসআই বাদশা আলমঙ্গীর সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়ির ২য় তলার ড্রাইনিং রুম থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি সাইফুল ইসলাম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।