আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় গলায় ফাঁস লাগিয়ে শিমলা খাতুন (১৯) নামের এক যুবতী আত্নহত্যা করেছে। আজ মঙ্গলবার সকাল ৬ টায় তার নিজ শোবার, বন্ধ ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পরিবার।
ঘটনাটি উপজেলা ভাঙবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ঘটেছে। নিহত যুবতী শিমলা খাতুন ওই গ্রামের দিনমজুর শুকুর আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় সংসারের কাজকর্ম নিয়ে তার মা মিনা খাতুনের সাথে ঝগড়া হয় শিমলা খাতুনের। রাতে শিমলার পিতা শুকুর আলী বাড়িতে ফিরে মা-মেয়ে বিবেদ মিমাংসা করে দেয়। তবুও ক্ষোভ থামেনি শিমলার। মায়ের উপর অভিমান করে মঙ্গলবার দিবাগত রাতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। এদিন সকালে শিমলার মা তাকে ঘুম থেকে ডাকতে থাকে। তার কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে তার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানাপুলিশ ওই যুবতীর লাশের সুরতহাল সংগ্রহ করে পোষ্ট মর্টেমের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠাই।
এদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় যুবতী শিমলার লাশ পৌছাই বাড়িতে। মায়ের উপর অভিমানে আত্নহত্যার ঘটনায় তার মা বারবার মুর্ছা যায়। আজ রাতেই স্থানীয় কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।