আলমডাঙ্গার বড় গাংনি গ্রামে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে নিজ জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্টে মৃত যুবক উপজেলার বড়-গাংনী গ্রামের রহমান আলীর ছেলে জুয়েল হোসেন (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বড়- গাংনী গ্রামের জুয়েল হোসেন প্রতিদিনের ন্যায় মাঠে ধানে পানি দিতে যায়। বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিতে গেলে অসাবধানতায় বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়ে যায়। তার ছিড়ে বিদ্যুতায়িত হয়ে থাকা পানি স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।