আলমডাঙ্গায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টানা ৭ ঘন্টার আন্দোলনের মূখে সেচ্ছায় পদত্যাগ করেছেন।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহি অফিসার ও আন্দোলনকৃত ছাত্র-ছাত্রীদের সামনে পদত্যাগ করেন।
এই পদত্যাগের মাধ্যমে আলমডাঙ্গা সরকারি কলেজ আগামি শিক্ষাঙ্গনে নতুনত্ব ও মানউন্নয়নে ভূমিকার রাখবে এমন আশায় নতুন অধ্যক্ষ হিসাবে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোঃ আল মামুন রেজাকে দায়িত্বভার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার ও কলেজের সভাপতি রনি আলম নূর । এতে উচ্ছ্বাসে মেতে ওঠে আন্দোলনকৃত ছাত্র-ছাত্রীরা।
জানাগেছে, প্রসঙ্গ, ২০১৮ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আলমডাঙ্গা সরকারি কলেজে দায়িত্বভার নেন কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু। আলমডাঙ্গা সরকারি কলেজ হিসাবে পূর্ণাঙ্গ রূপ পায় ২০১৭ সালে। বিগত সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম থাকাকালীন সময় আলমডাঙ্গা সরকারি কলেজে প্রায় ৫০ জন শিক্ষক নিয়োগ পায়।
জটিলতার কারণে তাদের সরকারি বেতন না পেলেও কলেজ কতৃক বেতন, ভাতা ও বোনাস প্রদানের নির্দেশনা আছে। অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু শিক্ষক সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির অভায়রণ্য গড়ে তুলেছে। পরিক্ষার নামে অতিরিক্ত ফি আদায়, সেশন চার্জ বৃদ্ধি, জোরপূর্বক কলেজ প্রাঙ্গণে কোচিং বানিজ্য।
এ ঘটনায় শনিবার সকাল থেকে আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীরা পদত্যাগের বিষয়ে আন্দোলন করে। তোপের মুখে বিকেলে সেচ্ছায় পদত্যাগ করে অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু।