আলমডাঙ্গায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে সাকিল (২৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার গোবিন্দপুর গ্রাম থেকে তাকে আটক করে। অপর দিকে অভিযানে পৌর এলাকার রাধিকাগঞ্জ থেকে ভুটান নামের আরেক যুবককে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। মাদকদ্রব্য অধিদফতর ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আলমডাঙ্গা পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে পৌর এলাকার রাধিকাগঞ্জ থেকে ভুটান নামের এক যুবককে নিষিদ্ধ ৭২ পিস বুপ্রেনর ইনজেকশন এম্পুল (কাচের সিসি) উদ্ধার করা হয়।
এছাড়াও গোবিন্দপুর গ্রাম থেকে সাকিল নামের এক যুবকের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টা টেবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় সাকিলকে মাদকদ্রব্য অধিদফতর আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা জরিমানা প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট (ভূমি) রেজওয়ানা নাহিদ।
এদিকে, পৌর এলাকার রাধিকাগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৭২ পিস বুপ্রেনর ইনজেকশন এম্পুল (কাচের সিসি) উদ্ধার করা হয়। এসময় আটক করা ভুটান নামের এক যুবককে। ভুটানের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রদান করা হয়েছে।