আলমডাঙ্গা নতিডাঙ্গায় নাসির উদ্দিন নামের রাইচ মিল মালিকের কাছে চার লাখ টাকা চাঁদা চেয়ে সাদা কাফনের কাপড় সহ উড়ো চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার দুপুরে মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশ ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও হুমকি স্বরূপ খোলা চিঠি উদ্ধার করেছে।
নাসির উদ্দিন জানান, শনিবার সকালে মিলের সামনের চালের সাথে একটি ব্যাগ টাঙানো দেখতে পান। চাঁদাদাবিকৃত দুবৃত্তরা রিংকু পরিচয় দিয়ে ওই চিরকুটে তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ টাকা ১৫ দিনের মধ্যে ভাই এর মোবাইল নাম্বারে টাকা না দিলে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এ ঘটনায় নাসির উদ্দিন আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কেউ ভয় দেখানোর জন্য কাফনের কাপড় ও চিঠি পাঠাতে পারে। আমরা গুরুত্বসহ দেখছি।