আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকে মেয়র প্রার্থী আলহাজ্ব হাসান কাদির গনু চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল ১৪ ফেরুয়ারী রবিবার অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আলমডাঙ্গা পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নৌকা প্রতিকের প্রার্থী হাসান কাদির গনু ৭ হাজার ৬ শত ৫২ ভোট পেয়ে বেসরকারি ভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা জাসদের সভাপতি এম সবেদ আলী মোবাইল প্রতিক নিয়ে ৬ হাজার ১ শত ২৩ ভোট পেয়েছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫ টি কেন্দ্রের মধ্যে ১০ টি কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। এর মধ্যে আলমডাঙ্গা পাইলট সরকারি স্কুল কেন্দ্রে ২ টি কেন্দ্র, সরকারি কলেজের ২ টি কেন্দ্রে, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২ টি কেন্দ্র, এরশাদপুর একাডেমী ২ টি কেন্দ্র ও বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ টি কেন্দ্রে জয়লাভ করে।
পৌরসভায় মোট ভোটার ২৬ হাজার ১শত ৩৯। ভোট পোল হয়েছে ১৬ হাজার ৯ শত ৩৩। বাতিল ৩৫টি। সকাল থেকে নজীরবিহীন নিরাপত্তা বেস্টনির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে জয় লাভের পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হাসান কাদির গনু চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দারের বাস ভবনে দেখা করলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এছাড়াও ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে শিপ্রা বিশ্বাস। ২নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোছাঃ রাবেয়া খাতুন, ৩ নং সংরক্ষিত মহিলা কাউন্সলর মনোয়ারা খাতুান।
সাধারন ১নং ওয়ার্ড কাউন্সলর আলাল উদ্দিন, ২নং খন্দকার মজিবুল হক, ৩নং মোঃ জহুরুল হক স্বপন, মোঃ সদরউদ্দিন ভোলা, ৫ নং মোঃ আব্দুল গাফ্ফার, ৬ নং মোঃ ডালিম হোসেন, ৭নং বাপ্পি, ৮ নং আশরাফুল হোসেন, ৯নং মোঃ সাইফুল মুন্সি নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বিএনপির মেয়র প্রার্থী মীর মহিউদ্দিন বেলা ১২ টার দিকে তার নিজ বাস ভবনে প্রেসব্রিফিং এর মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু ও তার বড় মেয়ে উপস্থিত ছিলেন।