আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। তার শরীর তল্লাশি করে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (৫ই জুন) দুপুরে আলমডাঙ্গা শহরের রেলষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উপজেলার কেদারনগর গ্রামের পশ্চিমপাড়ার মৃত লাল্টু মিয়ার ছেলে।
জানাগেছে,আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের লাল্টু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০)। সে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে। গ্রামটি প্রান্ত অঞ্চল হওয়ায় সে দাপুটের সাথে রমরমা ট্যাপেন্টা ডল বিক্রয় করে মাদক বিক্রেতা জাহাঙ্গীর। এছাড়াও সে মোটরসাইকেল যোগে আলমডাঙ্গা শহর সহ প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমাণ মাদক বিক্রয় করে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে গাংনী ক্যাম্পের সিপিসি-২, র্যাব-৬ এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গী অফিসার ফোর্স নিয়ে আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় মাদক বিক্রেতা জাহাঙ্গীর র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে । তার শরীর তল্লাশি করে ৩৮ পাতায় ৩শত ৮০ পিস ট্যাপেন্টা ডল ট্যাবলেট উদ্ধার করে।