আলমডাঙ্গায় অবৈধ ভাবে মাটি কেটে ট্রাক্টরে বহন করে ইটভাটায় বিক্রির দায়ে দুই ট্রাক্টর মালিককে জরিমানা করার দুইদিন পর উপজেলার বেশকিছু ট্রাক্টর মালিকসহ চালকরা উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে অবৈধ দাবী করেন।
আজ বুধবার দুপুর ৩ টার দিকে ১২/১৪ টা ট্রাক্টর চালক ও মালিকেরা ট্রাক্টর নিয়ে উপজেলা প্রাঙ্গণে অবস্থান নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ট্রাক্টর ভাংচুর বন্ধ ও জরিমানার বিষয়টি বিবেচনার দাবী জানান।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রয়ের অভিযোগ ওঠে। এমন অভিযোগের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি সোমবার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বহণের অভিযোগে দুই ট্রাক্টর চালককে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, গত সোমবার দুপুরে দুই ট্রাক্টরে জরিমানা করায় ক্ষিপ্ত হয়ে আজ বুধবার ওই মাটি পরিবহণে নিয়োজিত আরও কয়েকটি ট্রাক্টর ড্রাইভার ও মালিকেরা উপজেলা চত্বরে অবস্থান নেন। তারা দাবী করেন যারা প্রকৃত পক্ষে মাটি কাটছে তাদের যেনো ধরা হয়। গরীব মানুষের গাড়ি গুলো না ভাঙ্গার জন্য দাবী করেন তারা
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিদ্ধা দাস বলেন,তাদের কে বলা হয়েছে মোবাইল কোর্ট হলে গাড়ি রেখে পালিয়ে যাওয়া, মোবাইল কোর্টকে দীর্ঘক্ষণ ওয়েট করানো। দুই তিন ঘন্টা লোক খুঁজে পাওয়া যায় না। এগুলো করা যাবে না। যদি হয় তাহলে আমরা আইনানুগ ভাবে আরও কঠোর হবো। আইনের বাইরে যাওয়ার কারো সুযোগ নেই।