আলমডাঙ্গা মালিহাদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে বাজিতপুর ও চক হারদির স্কুল, মসজিদ ও মাদ্রাসার আশপাশে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের কীটনাশক স্প্রে করা হয়েছে।
গতকাল সকাল ১০ টার দিকে চকহারদীর স্কুলের আশপাশে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বাজিতপুর ও চক হারদীর প্রাথমিক বিদ্যালযর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। ৯ নম্বর ওয়ার্ড মেম্বার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এ সময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সরকার সারা দেশে ডেঙ্গু মশা মারার জন্য কিটনাশক ঔষধ সরবরাহ করেছে। আমরা সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের জঙ্গল পরিস্কার ও কিটনাশক ঔষধ ছিটাচ্ছি। তবে শুধু কিটনাশক দিলেই হবে না আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষে যে সব বই, লিফলেট বিতরন করছি সেগুলো সকলকে পড়তে হবে।