আলমডাঙ্গা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুত্বর আহত হয়েছেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বকুল মোল্লা নামের এক ট্রাক চালককে আহতাবস্থা উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের উপজেলার রোয়াকুলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত ওই চালকের বাড়ি দামুড়হুদা থানার দর্শনার মোবারক পাড়ার বাবু মোল্লার ছেলে। এ ঘটনায় আহত ট্রাক চালককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালু বোঝাই ট্রাকটি চুয়াডাঙ্গা সদর উপজেলার দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক আসা খৈল বোঝাই ট্রাক আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের উপজেলার রোয়াকুলি নামক স্থানে পৌঁছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চাপায় দুই ট্রাকচালক আহত হয়। তবে অপর বালু বোঝাই ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টার পর রাত ৯ টার দিকে ট্রাকের ভিতর থেকে ট্রাক চালক বকুল মোল্লাকে বের করে।