আলমডাঙ্গা ওসমানপুর গ্রামে ৩ সন্তানের জননী বেদানা খাতুনের সাথে আলমডাঙ্গা মাদ্রসাপাড়ার ২ সন্তানের জনক জাহিদুলকে আপত্তিকর অবস্থায় আটক করেছে বেরসিক জনতা।
শুক্রবার দিবাগত রাতে জাহিদুল আলমডাঙ্গা থেকে ওসমানপুর গ্রামে বেদানাল নিকট গেলে এলাকাবাসি আপত্তিকর অবস্থায় তাদের আটক করে উত্তম মাধ্যম শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে।
জানা গেছে, উপজেলার দুর্লভপুর গ্রামের ঠান্ডু মালিথার ছেলে জাহিদুল ইসলাম(৩০)দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা মাদ্রাসাপাড়া বসবাস করে। জাহিদুল আলমডাঙ্গা কাঁচা বাজারে কাঁচামাল ব্যবসা করে।
শুক্রবার রাতে জাহিদুল তার স্ত্রীর নিকট বলে যায় টাকা আদায় করতে যাচ্ছি। সন্ধ্যার পর ওসমানপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী বেদানা খাতুন (৪০)’র ঘরে যায়। বেদানার ঘরে যাওয়ার পর এলাকাবাসি জাহিদুল ও বেদানাকে আপত্তিকর অবস্থায় আটক করে উত্তম মাধ্যম দেয়।
তাদের দুজনকে আটক করেছে এমন সংবাদে বেদানার বাড়ির সামনে মানুষ ভিড় জমায়। সংবাদ পেয়ে ওসমানপুর ক্যাম্প পুলিশ তাদেরকে আটক করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে।
এবিষয়ে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) স্বপন কুমার দাস জানান, ওসমানপুর গ্রামবাসি তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করেছে এমন সংবাদ পেয়ে দ্রুত ওসমানপুর ক্যাম্প পুলিশের মাধ্যমে আলমডাঙ্গা থানায় নিয়ে আসি।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।