আলমডাঙ্গায় দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আঞ্চলিক সড়কের পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে গাড়ির মধ্যে চাপা পড়ে ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সোহেল রানা (৩৫) আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে একটি খালি ট্রাক চুয়াডাঙ্গা থেকে আসছিল। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি এলাকায় আসার পর দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এসময় ট্রাক চালক গাড়িতে চাপা পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় ফায়ারসার্ভিসের কর্মীরা ট্রাক চালকের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠাই। এসময় উত্তেজিত জনতা আঞ্চলিক সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। পরে আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ট্রাক চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা আক্তার হীরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া চালককে উদ্ধার করা হয়। তিনি ট্রাকের মধ্যেই মারা যায়।
মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুব আলী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।