আলমডাঙ্গা উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার এরশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
নিহত গৃহবধূর নাম সোনিয়া খাতুন (২৫)। সোনিয়া পৌর এলাকার এরশাদপুর গ্রামের টিটুর স্ত্রী ও উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাকিমপুর গ্রামের ইমান আলীর মেয়ে।
এলাকাবাসী জানায়, পৌর এলাকার এরশাদপুর গ্রামের হবি উদ্দিনের ছেলে টিটুর সাথে দুই বছর আগে বিয়ে হয় সোনিয়ার । বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সোনিয়াকে মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় টিটু স্ত্রীকে বাড়িতে রেখে মুরগী খামারে পানি দিতে যায়। দরজা বন্ধ দেখে টিটু তার স্ত্রীকে ডাকতে থাকে। প্রতিবেশীদের সহযোগিতায় ঘরে প্রবেশ করে শোবার ঘরের (আড়া) সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নিহতের স্বামী টিটু বলেন, সকালে মুরগী খামারে পানি দিতে যায়। ফিরে ঘর বন্ধ দেখতে পায়। প্রতিবেশীদের সহযোগীতায় ঘরের দরজা ভেঙে সোনিয়ার ফাঁসিতে ঝুলতে দেখি। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহত সোনিয়ার পিতা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক ভাবে নির্যাতন করতো। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিক হত্যা।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, এরশাদপুর গ্রামে এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। এটি হত্যা না আত্নহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে।