আলমডাঙ্গায় ব্ল্যাক বেঙ্গল গোট উন্নয়ন মেলা- ২০২২ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা মঞ্চ প্রাঙ্গণে এ আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রাণীসম্পদ অফিসার ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আয়ুব হোসেন বলেন, আমাদের খামারি ভাইরা ব্ল্যাক বেঙ্গল গোট উৎপাদন করে দেশের মানুষের চাহিদা মিটাচ্ছেন। আজকে খামারিদের জন্য সরকার প্রণোদনা দিয়েছে। করোনা কালিন সময়ে যারা ক্ষতিগ্রস্তি হয়েছে,তাদের জন্য সরকারকে এই প্রণোদনা দেয়। আজকে সরকার শুধু প্রাণী সম্পদ খাত নয়, কৃষি, শিল্প, শিক্ষা সর্বক্ষেতে কাজ করে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু, উপজেলার সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি,চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ মারুফুল ইসলাম প্রমূখ ।
অনুষ্ঠান শেষে গোট উন্নয়ন মেলায় বিজয়ীদের মাঝে ছাগলের খাবার ও পুরস্কার বিতরণ করা হয়।