আলমডাঙ্গায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে এক যুবককে ৬ মাসের কারাদন্ড ও ২’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর এ কারাদন্ড প্রদান করেন। অভিযুক্ত রেজাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম।
আদালত সূত্রে জানাযায়, পৌর এলাকার রেলস্টেশন সন্নিকটে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে রবিউল ইসলাম নামের এক যুবককে আটক করে পুলিশ।
পরবর্তীতে উপজেলা নির্বাহি অফিসারকে অবগত করা হলে গতকাল রবিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউলকে ৬ মাসের কারাদন্ড ও ২’শত টাকা জরিমানা প্রদান করে।