আলমডাঙ্গায় বিশিষ্ট চাল ব্যবসায়ী অশোক কুমার সাহার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশে নিন্দা ও সঠিক সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গায় উপস্থিত সাংবাদিকদের নিকট তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে পঠিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে সুনামের সাথে চাল সরবরাহ ও মজুদ ব্যবসা করে আসছেন। দীর্ঘ ব্যবসায়িক জীবনে আমার কিছু শত্রু-মিত্র আছে।
গত ৩০ নভেম্বরসহ বেশ কয়েক দিন ধরে সিরাজগঞ্জের বিশিষ্ট খাদ্য ঠিকাদার রাহাত উদ্দীনসহ কয়েক জন ব্যক্তির নিকট থেকে চাল ক্রয় করে আমার আলমডাঙ্গাস্থ গোডাউনে সংরক্ষণ করি (যার সকল ডক্যুমেন্ট আছে)।
পরবর্তিতে গত ১০ ডিসেম্বর দুপুরে ওই চাল ট্রাকে লোড দেওয়ার সময় কতিপয় যুবক সেখানে উপস্থিত হয়। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তোলেন ও ভিডিও করেন। পরে আর্থিক সুবিধা দাবি করে। ওই সুবিধা না দিলে পত্রিকায় সংবাদ প্রকাশসহ ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এমতাবস্থায়, আমি পরিচিত ব্যবসায়ীদের খবর দিই। অন্যান্য কয়েকজন ব্যবসায়ী ঘটনাস্থলে পৌঁছলে সাংবাদিক পরিচয় দেওয়া যুবকরা সটকে পড়ে।
এ ঘটনায় তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। নিয়মমাফিক আমার ব্যবসা প্রতিষ্ঠানের অনুকুলে খাদ্য গুদামের বরাদ্ধকৃত চাল ও বস্তা নিয়েও বিভ্রান্ত সৃষ্টির অপপ্রচার চালানো হচ্ছে। যা আমাদের দীর্ঘ বছরের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করছে। সে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এ সংক্রান্ত সঠিক সংবাদ প্রকাশের দাবি জানাচ্ছি।