আলমডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার ভোর পর্যন্ত জেলার জীবননগর উপজেলায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন- হৃদয় হোসেন (১৯), রুবেল হোসেন (২৪), তাকবীর হোসেন (২৮), সানী হোসেন (৩৫)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগ আসছিল। এসব অভিযোগে তদন্তে নেমে, শনিবার সন্ধ্যায় আমরা প্রথমে উপজেলার মুন্সিগঞ্জের হাসপাতাল মোড়ে হৃদয় নামের এক যুবককে গ্রেপ্তার করি। তার নিকট থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে, জীবননগর উপজেলা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরো তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চলমান রয়েছে। আটকৃত চার আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুব আলী বাদি হয়ে একটি চুরির মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।