১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলমডাঙ্গার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার বধ্যভূমি স্তম্ভে মোমবাতি প্রজ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, বীরমুক্তিযোদ্ধা মইনুদ্দিন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম, এসআই সুফল কুমার বিশ্বাস।
বীরমুক্তিযোদ্ধা মইনুদ্দিন বলেন, বিজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশবরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশ যেন কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে না পারে, এ জন্য এই হত্যাকাণ্ড চালায়।
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে।