আলমডাঙ্গায় করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে আনন্দধাম সড়কের আইন উদ্দিন মিয়ার চাতাল মোড়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অস্ট্রেলিয়ার সামাজিক সংগঠন কেয়ার ফর হিউম্যানেটি ও সামাজিক সংগঠন উই ফর অল দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ২ শত ২০ জন দুস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজু এন্টারপ্রাইজের সত্বাধিকারী মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সভাপতি হাসান কাদির গনু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, বাবলু মাস্টার, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শরিফুল ইসলাম লিটন, ব্যাংকার আব্দুল মতিন, হাজী রফিকুল আলম, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল।
স্বাগত বক্তব্য রাখেন ইউ ফল অলের সাধারন সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক রাজু। প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উই ফর অলের স্বপ্ন ঘর ফাউন্ডেশনের আলমডাঙ্গার পরিচালক শরিফুল ইসলাম রোকন, সদস্য জাহাঙ্গীর আলম, সুমন মাহমুদ প্রমুখ। পরে ক্যান্সার আক্রান্ত ভ্যান চালক নইমদ্দিনের স্ত্রী আঙ্গুরা খাতুনকে ৫ হাজার টাকা প্রদান করেন।