আলমডাঙ্গায় রাস্তায় গাছ ফেলে পূর্বাশা পরিবহন ও নদীয়া ডিলাক্স দু’টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চুয়াডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বন্ডবিল পৌর সিমানার সন্নিকটে বৃহস্পতিবার ভোরে এঘটনাটি ঘটে। এছাড়াও আম বাহী ট্রাকও ডাকাতির কবলে পড়ে। দুটি বাসে থাকা যাত্রীসহ ট্রাকের ড্রাইভারের নিকট থেকে প্রায় ১৮/২০ লক্ষাধিক টাকা লুটপাট করেছে বলে পুলিশ সূত্রে জানাযায়।
জানাযায়, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা গামী পূর্বাশা পরিবহন ও নদীয়া ডিলাক্স যাত্রী নামিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা বাস টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে আসে। প্রথমে নদীয়া ডিলাক্সের গাড়ির সামনে আলমসাধু ও গাছ ফেলে গাড়িটি গতিরোধ করে। পরে গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে নেয়। পরবর্তীতে পূর্বাশা পরিবহন আসলে ওই বাসও ডাকাতদলের সদস্যরা আটকে তান্ডব তালায়। এসময় ঢাকার চারজন যাত্রীর নিকট গরু কেনার ৮ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাটি জরুরি তথ্য সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায় যাত্রীরা।
ওই বাসের যাত্রী ভুক্তভোগী বকুল হোসেন জানান, ঢাকা থেকে পূর্বাশা পরিবহনের একটি বাসে আলমডাঙ্গায় ফিরছিলো। ভোরে বন্ডবিলের নিকট রাস্তার পাশে গাছ কেটে বেরিকেড দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় বাসটি থামলে ডাকাতরা বাসে উঠে আমার কাছে থাকা ২৮ হাজার টাকা সহ যাত্রীদের কাছ থেকে নগত টাকাসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান, ভোর রাতে বাড়িতে ফেরার জন্য জেগে ছিলাম। আলমডাঙ্গা টার্মিনালের নিকট থেকে ৩ কিলোমিটার দুরে হঠাৎ বাস থেমে যায়। ৭/৮ ব্যাক্তি হাফপ্যান্ট পরিহিত ও মুখে গামছা বেঁধে বাইরে থেকে চিৎকার দিয়ে বাসের গেট খুলতে বলে। ভয়ে বাসের গেট খুললে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। কাছে থাকা সকলের নিকট থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এদিকে, গত বুধবার রাত ৯ টার দিকে আলমডাঙ্গা উপজেলার পুটিমারী-নাগদাহ সড়কে গাছ ফেলেও ডাকাতির ঘটনাটি জানাযায়। ১৫/২০ জন অটোবাইক, মোটরসাইকেল ও গরুর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে নগত অর্থ সহ স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। খবর পেয়ে রাতেই মুন্সিগঞ্জ ও ঘোলদাড়ি ফাঁড়িপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একজনের টাকা ছিনিয়ে নিয়েছে বলে জেনেছি। অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।