জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আলমডাঙ্গায় ৩শত ২০ লিটার রেক্টিফাইড স্প্রিট ও ২ শত গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে।
গতকাল বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালি গ্রাম থেকে তাকে আটক করে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালি গ্রামে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রয় করে আসছে মাদক সম্রাজ্ঞী আরতি ও তার মা পূর্ণি রাণী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা রেক্টিফাইড স্প্রিট ও গাঁজা বিক্রয় করে আসছে।
তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানাসহ বিভিন্ন থাকায় একাধিক মাদক মামলাও চলমান আছে।
বর্তমানে বাংলাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে প্রশাসন। তবে, মুন্সিগঞ্জের খুদিয়াখালি গ্রামে প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে রমরমা মাদক ব্যবসা করছে আরতি ও পূর্ণী।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ এর নেতৃত্বে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন।
মাদক বিরোধী অভিযানে আরতির বাড়ি থেকে ৩শত ২০ লিটার রেক্টিফাইড স্প্রিট ও ২ শত গ্রাম গাঁজাসহ আরতির স্বামী সওরবকে আটক করে। আটকৃত রেক্টিফাইড স্প্রিট ও গাঁজার মূল্য ৩ লক্ষ ২২ হাজার টাকা। মাদক বিক্রয়ে দায়ে সওরবের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
মাদক বিরোধী অভিযানে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ বলেন, এ জেলায় কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। যদি কেউ গোপনে মাদক ব্যবসা করে থাকে তাহলে সে কখনো আইনের নিকট থেকে রেহায় পাবে না।