আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি ) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার এরশাদপুর তাঁতীপাড়া থেকে তাদের আটক করা হয়।
এ সময় নগদ ২ হাজার ২৭৮টাকাসহ জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আকটরা হলেন-মোঃ শরিফুল ইসলাম (৩৫),সাজু বিশ্বাস (৩৭) রাজিব আহম্মেদ ওরফে শিমুল (৩২),রাশেদ (৪৫),টুকু (৫০),কুদ্দুস (৫০),আইনুদ্দিন (৫৮)। তাদের বাড়ি আলমডাঙ্গার পৌর এলাকার এরশাদপুর গ্রামে। জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পর আজ বুধবার আদালতে পাঠানো হবে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৌর এলাকার এরশাদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়ার কোর্ট থেকে ৭ জুয়াড়িকে আটক করা হয়। কাল বুধবার তাদের আদালতে পাঠনো হবে।