আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের পাঁচজন জন চেয়ারম্যান পদে পছন্দের প্রতীক নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। আনারস প্রতীক প্রার্থীর পছন্দের তালিকায় থাকায় লটারির মাধ্যমে তা সমাধান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করে বসেন। সমস্যা সমাধানে রিটার্নিং কর্মকর্তা লটারির উদ্যোগ নেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী পাঁচজন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর সবাই লটারির মাধ্যমে প্রতীক পেয়েছেন। তবে ভাইসচেয়ারম্যান (পুরুষ) ও ভাইসচেয়ারম্যান (মহিলা) তাঁদের পছন্দের প্রতিক পেয়েছেন।
এদিকে প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের প্রচারণায় নেমে পড়েছেন। উপজেলা জুড়ে পোস্টার টাঙানোর কাজ শুরু করেছে নেতাকর্মীরা। দ্বিতীয় ধাপে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন আগামি ২১ শে মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন (দোয়াত কলম) প্রতীক, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক জিল্লুর রহমান (ঘোড়া), সাবেক হারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম (কাপ পিরিচ), রাজধানী ঢাকার দারুস সালাম থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোমিন চৌধুরী ডাবু (আনারস) ও বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা কে.এম মঞ্জিলুর রহমান (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইসচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের পছন্দের প্রতীক পেয়েছেন। বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান কাজী মারজাহান নিতু (হাঁস) প্রতিক পেয়েছেন। এছাড়া মনিরা খাতুন (কলস) ও কাজল রেখা (ফুটবল) প্রতীক পেয়েছেন।
এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে অংশ নিয়েছেন ৮ জন প্রার্থী। টিউবওয়েল প্রতিক চেয়ে তিনজন ও চশমা প্রতিকে চেয়ে ৪ জন প্রার্থী আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে লটারির মাধ্যমে আহমেদ হাসিব খাঁন (তালা), মামুনুর রহমান (বই), আজিজুল হক (উড়ো জাহাজ), আজিজুল হক (টিয়া পাখি), মকলেছুর রহমান (টিউবওয়েল), মাসুম বিল্লাহ (মাইক), মিজানুর রহমান (চশমা), সোহেল রানা শাহীন (পালকি) প্রতিক পেয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের মো. নাজমুল হামিদ রেজা জানান, বেশির ভাগ চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করেন, যা লটারির মাধ্যমে সমাধান করা হয়েছে। যা, পরবর্তীতে তাঁরা লটারিতে পাওয়া প্রতীক পেয়ে খুশি হয়েছেন।