আলমডাঙ্গা থানার নবাগত ওসির সাথে বনিক সমিতির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত।
আজ সন্ধা ৭ টার দিকে থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার সাথে আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্নেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাধারন সম্পাদক ও বনিক সমিতির সদস্য হামিদুল ইসলাম আজম, বনিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গির আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, মদস্য সাইদুর রহমান, সাংবাদিক তানভীর সোহেল প্রমুখ।
এসময় নবাগত ওসি শেখ গনি মিয়া বলেন আমি নতুন যোগদান করার পর পরই জাতীয় নিরাবাচনের মত গুরু দায়িত্ব কাধে এসে পড়ল। আমি সঠিক ভাবে সেই গুরু দায়িত্ব এসপি মহদয়ের সহায়তায় পালন করতে সক্ষম হয়েছি। আপনারা ব্যাবসায়ি সংগঠনের নেতা ও সদস্য বৃন্দ আমি আপনাদের সহযোগীতা কামনা করছি।
আপনারা যদি আমাকে সহায়তা করেন তাহলে আমিও আপনাদের ঘুমের নিশ্চয়তা দিতে পারব। কারন আমার দায়িত্ব আলমডাঙ্গার সকল নাগরিক যাতে করে নিরাপত্বার সাথে থাকে সরকার আমাকে বা পুলিশ বিভাগকে সেই দায়িত্ব দিয়েছে। আমি পুলিশ সুপার মহদয়ের পরামর্শে আপনাদের সার্বিক সহায়তা করার আশ্বাস দিচ্ছি। সিসি ক্যামেরা যে গুলো স্বচল আছে সে গুলো তো চলবে,আর যে গুলো নষ্ট আছে সে গুলো সেরে আলমডাঙ্গা পৌর এলকা সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। মাদকের ব্যাপারে আমি কথা দিচ্ছি কঠোর হস্তে দমন করব। পরে সকলকে ধন্যবাদ জানান।